গ্লোব ল্যাংগুয়েজ সার্ভিসেস মার্কিন যুক্তরাষ্ট্রে নথিপত্র মূল্যায়ন ও অনুবাদ সেবায় সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় প্রতিষ্ঠানের একটি। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই অভিজ্ঞ ও সুনামধন্য প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়িত ও অনূদিত নথিপত্র DCAS,নিউ ইয়র্ক সিটি জব, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট(NYPD) ইত্যাদিসহ সমগ্র আমেরিকার ৫০ টি অঙ্গরাজ্যের বেশিরভাগ স্থানেই চাকরি,প্রফেশনাল লাইসেন্সিং এবং পড়াশোনার জন্য বহু বছর ধরেই গৃহীত হয়ে আসছে । এখান থেকে সিল করা খামে চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে এভালুয়েশনের অফিশিয়াল ডুপ্লিকেট পাঠানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশি ও ভারতীয় মানুষেরা কথোপকথনের সুবিধার্থে নিজস্ব ভাষাভাষী অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন টেলিফোনে কিংবা সরাসরি অফিসে এসে।
এভালুয়েশন (Evaluation) বা মূল্যায়ন কী ও কেনঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যেকোন দেশেই অর্জিত যেকোন ডিগ্রী/ডিপ্লোমা (হাই স্কুল, ব্যাচেলর’স, মাস্টার’স, এসোসিয়েট’স ইত্যাদি) যুক্তরাষ্ট্রে পড়াশোনা কিংবা চাকরির আবেদনের ক্ষেত্রে জমা দিতে হলে তা আগে যুক্ত্ররাষ্ট্রের সমমান পর্যায়ে মূল্যায়ন করে নিতে হয়।
এছাড়াও ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত অনেক কাজেই আমেরিকান প্রশাসন অন্য দেশের স্থানীয় ভাষার নথিপত্র আমেরিকার স্বীকৃত কোন অনুবাদ ও মূল্যায়ন কেন্দ্র থেকে অনুবাদ করিয়ে নেওয়ার নির্দেশ দেয়। গ্লোব ল্যাংগুয়েজ সার্ভিসেস পৃথিবীর দেড় শতাধিক ভাষা থেকে ইংরেজিতে সার্টিফাইড ও নোটারীকৃত অনুবাদ সেবা প্রদান করে থাকে।
গ্লোব ল্যাংগুয়েজ সার্ভিসেস একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান,যেখানে আছে দীর্ঘদিনের নিজস্ব অভিজ্ঞ এভালুয়েটর এবং অনুবাদক যারা মার্কিন সরকার কর্তৃক অনুমোদিত নোটারী পাবলিক। তাঁদের মাধ্যমে এই প্রতিষ্ঠান বিপুল সংখ্যক গ্রাহকের উপরোক্ত চাহিদাগুলো দীর্ঘদিন ধরে মিটিয়ে আসছে । আপনার সার্টিফিকেট/নথিগুলো অনুবাদ অথবা আমেরিকান সমমান স্তরে মূল্যায়ন করতে আবেদন করুন আমাদের ওয়েবসাইটে ,অথবা অরিজিনাল নথিপত্র ( সরকারি সার্টিফিকেট, কলেজ/ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত মার্কশিট,ট্রান্সক্রিপ্ট ইত্যাদি) নিয়ে সরাসরি চলে আসুন অফিসে। অরিজিনাল নথিপত্রের কপি তৈরি করে সাথে সাথেই ফেরত দেওয়া হয়।
অফিসের ঠিকানাঃ
305 BROADWAY, STE 401
MANHATTAN, NEW YORK. 10007
অফিসের কার্যদিবস ও সময়সূচি-
সোমবার থেকে শুক্রবার
সকাল ৮ঃ৩০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত
পূর্ব এপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই।
মূল্যঃ
সাধারণ মূল্যায়ন / General Document By Document Evaluation: ১০০ মার্কিন ডলার
কোর্স বাই কোর্স মূল্যায়ন / Course By Course Evaluation: ২০০ মার্কিন ডলার
অনুবাদের মূল্যতালিকার জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুনঃ
https://www.globelanguage.com/translation_languages.php
১। অফিসটির অবস্থান কোথায়?
উত্তরঃ ৩০৫ ব্রডওয়ে, স্যুট ৪০১, ম্যানহ্যাটন, নিউ ইয়র্ক ১০০০৭
২। অফিসের সময়সূচি
উত্তরঃ সকাল ৮ঃ৩০- বিকেল ৫ঃ০০ , সোমবার-শুক্রবার।
৩। কোন ট্রেনগুলো দিয়ে আমি অফিসটিতে আসতে পারব?
উত্তরঃ 1/2/3 দিয়ে চেম্বারস স্ট্রিট অথবা, 4/5 দিয়ে ব্রুকলিন ব্রিজ অথবা, R দিয়ে সিটি হল অথবা A/C/E দিয়ে চেম্বারস স্ট্রিট এসে ৫-৭ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ৩০১ ব্রডওয়ে। (নিখুঁত পথনির্দেশনার জন্য গুগল ম্যাপের ডেস্টিনেশন বক্সে আমাদের ঠিকানা লিখলেই চলে আসবে।)
৪।আশেপাশে গাড়ি পার্ক করার সুবিধা আছে কি?
উত্তরঃ আছে,তবে তা ব্যয়বহুল হতে পারে।
১। অনুবাদ কি?
উত্তরঃ এক ভাষার কোন লেখা অন্যভাষায় লিখিতভাবে বলাকে অনুবাদ বলে।
২। আপনারা কোন ধরনের নথিপত্র অনুবাদ করেন?
উত্তরঃ সকল ধরনের। সার্টিফিকেট,ট্রান্সক্রিপ্ট,মার্কশিট থেকে শুরু করে জন্ম/মৃত্যু সনদ, আইনগত দলিল, মেডিকেল ডকুমেন্ট,ব্যাংক স্টেটেমেন্ট সবকিছুই অনুবাদ করা হয়।
৩।আপনারা কি সত্যিই প্রত্যেকটি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন?
উত্তরঃ জি,আমরা পারি।
৪।আপনারা কি ইংরেজি থেকে অন্য ভাষায়ও অনুবাদ করতে পারেন?
উত্তরঃ জি,আমরা পারি।
৫। আপনাদের অনুবাদ কি সার্টিফাইড ও সত্যায়িত?
উত্তরঃ হ্যাঁ, আমাদের সকল অনুবাদ সার্টিফাইড ও নোটারীকৃত। এগুলো সর্বত্র গৃহীত হয়।
২।আপনারা কোন ধরনের মূল্যায়ন সেবা প্রদান করে থাকেন?
উত্তরঃ আমরা দু’ধরনের মূল্যায়ন সেবা প্রদান করে থাকি। প্রথমটি হলো ডক্যুমেন্ট বাই ডক্যুমেন্ট বা সাধারণ মূল্যায়ন যাতে আপনার ডিগ্রীর নাম, প্রতিষ্ঠানের নাম ,অর্জনের তারিখ এবং যুক্তরাষ্ট্রের সমমান ডিগ্রী/অবস্থানের কথা উল্লেখ থাকে। দ্বিতীয়টি হলো কোর্স বাই কোর্স এভালুয়েশন যাতে আপনার ডিপ্লোমা/ডিগ্রীর সকল কোর্স,সাবজেক্ট, গ্রেড, ফাইনাল জিপিএ ইত্যাদি ডিটেইলড তথ্যাবলী উল্লেখ করা থাকে।
৩।আপনারা কোন ধরনের নথিপত্র মূল্যায়ন করে থাকেন?
উত্তরঃ হাই-স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট,মার্কশিট,ট্রান্সক্রিপ্ট।
৪।মূল্যায়নের জন্য আমার কোন কাগজগুলো দেখাতে হবে?
উত্তরঃ আপনার ডিগ্রী/ডিপ্লোমা/সার্টিফিকেট/মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এর অরিজিনাল কপি যা সরকারি শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। কোন ধরনের ফটোকপি অথবা নোটারাইজড কপি গ্রহণযোগ্য নয়। যে ভাষায় তা ইস্যু হয়েছে সেটিই লাগবে। যদি তা ইংরেজিতে না হয়,তবে নোটারাইজড অনূদিত কপি গ্রহণযোগ্য। যদি তা না থাকে,আমাদের কাছ থেকে তা সুলভ মূল্যে অনুবাদও করে নিতে পারেন।
৫।আমার অরিজিনাল কাগজপত্র কি আমাকে ফিরিয়ে দেওয়া হবে?
উত্তরঃ যদি আপনি সেগুলো নিয়ে আমাদের অফিসে সরাসরি এসে আবেদন করেন,তাহলে সেগুলোর কপি আমরা বানিয়ে অরিজিনালগুলো সাথে সাথেই ফিরিয়ে দি। যদি আপনি মেইলে সেগুলো পাঠান,তবে অবশ্যই এক্সপ্রেস মেইল অপশনটি বাছাই করুন,আমরা কাগজগুলোর নিরাপত্তার খাতিরে এক্সপ্রেস মেইল ছাড়া ফেরত দি না। উল্লেখ্য যে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি আমাদের কাছে পাঠানো কাগজপত্র গ্লোব ল্যাংগুয়েজের সম্পত্তি হিসেবে পরিগণিত হয় যা ফেরত দেওয়া যায় না।
৬। আপনারা কি আমার শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন?
উত্তরঃ আমরা জমাকৃত নথিপত্রের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। আমরা সরাসরি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার অধিকার সংরক্ষণ করি।এছাড়াও যদি প্রয়োজন হয়, অফিশিয়াল ট্রান্সক্রিপ্টসহ যেকোন বাড়তি কাগজপত্র সরাসরি আমাদেরকে পাঠানোর জন্য আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করার অধিকার গ্লোব সংরক্ষণ করে।এক্ষেত্রে বাড়তি যদি কোন খরচ হয়,তার দায়িত্ব আবেদনকারীর বহন করতে হবে।
৭।কি হবে যদি গ্লোব জানতে পারে যে জমাকৃত নথিপত্রগুলো জাল?
উত্তরঃ যদি কোনভাবে নির্ধারিত হয় যে জমাকৃত নথিপত্রগুলো জাল, এডিট করা অথবা অর্থের বিনিময়ে ক্রয়কৃত কাগজ,আবেদনটি বাতিল হয়ে যাবে এবং কোন অর্থ অথবা কাগজ ফেরত দেওয়া হবে না।
৮। একটি মূল্যায়নের আবেদন সম্পন্ন হতে কতদিন সময় লাগে?
উত্তরঃ সাধারণ ১০ কার্যদিবস। আপনার যদি আরো দ্রুত তা প্রয়োজন হয়,তবে “ত্বরান্বিত সেবা”-র জন্য আপনি আবেদন করতে পারেন। কোন কারণে যদি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আমাদের বাড়তি তথ্যের জন্য যোগাযোগ করতে হয়,তবে তা পাওয়ার আগ পর্যন্ত আবেদনটি স্থগিত থাকবে।
৯। গ্লোবের মূল্যায়্যিত নথিপত্র কি প্রত্যেক জায়গাতেই গৃহীত হয়?
উত্তরঃ গ্লোব কর্তৃক মূল্যায়িত নথিপত্র ব্যাপকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে,সরকারি ও বেসরকারি চাকরিক্ষেত্রে, সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসে (সিআইএস)এ গৃহীত হয়। তারপরও আমাদের পরামর্শ হলো,আপনি যেখানে আবেদন করবেন তাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন আমাদের মূল্যায়ন তাঁরা গ্রহণ করেন কিনা।
১০। গ্লোব ল্যাংগুয়েজ কি একটি স্বীকৃত মূল্যায়ন সংস্থা?
উত্তরঃ গ্লোব ল্যাংগুয়েজ “এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ক্রিডেনশিয়াল এভালুয়েশনস (এআইসিই)” এর সম্মানিত সদস্য। ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশনের (মার্কিন শিক্ষা অধিদপ্তর) ওয়েবসাইটে এআইসিই কে আপনি তালিকাভুক্ত দেখবেন। লিংক- http://www2.ed.gov/about/offices/list/ous/international/usnei/us/edlite-visitus-forrecog.html. Please click on "Information for Persons Seeking to Study in the United States."
উত্তরঃ অবশ্যই এবং সেটিই সবচেয়ে সুবিধাজনক পন্থা। আমরা সকাল ৮ঃ৩০- বিকেল ৫ঃ০০, সোমবার-শুক্রবার সেবা প্রদান করে থাকি। পূর্ব এপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই।
২। অর্থ ফেরতের সুযোগ কিরকম?
উত্তরঃ সকল প্রকার ফি অফেরতযোগ্য।
৩। আমি কি আমার মূল্যায়নের একটি কপি পেতে পারি?
উত্তরঃ হ্যাঁ, আমাদের এখানে মূল্যায়িত নথির মেয়াদ ১০ বছর, এই সময়ের মধ্যে আপনি অগণিত কপির জন্য আবেদন করতে পারেন।
৪। আমি কি নিজে না এসে অন্য কাওকে আমার জন্য আবেদন করতে পাঠাতে পারি?
উত্তরঃ পারেন,তবে নিশ্চিত করুন উনি যেন আপনার কাগজপত্র এবং যে ধরনের মূল্যায়ন পেতে চাচ্ছেন তা সম্পর্কে সম্যক অবগত থাকেন।
৫। আমার উপরে উল্লেখিত প্রশ্নগুলোর বাইরে আরও প্রশ্ন আছে।
উত্তরঃ ইমেইল করুন- info@globelanguage.com
অথবা, কল করুন- 212-227-1994
অথবা, সরাসরি চলে আসুন আমাদের অফিসে।